চুয়াডাঙ্গার বেগমপুরে কর্মসৃজন কাজের উদ্ধোধন

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচীর কাজ উদ্ধোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় ইউনিয়নের বোয়ালিয়া ও কৃষ্ণপুর গ্রামে কর্মসৃজন কর্মসূচীর কাজ নিজেই মাটি কেটে উদ্ধোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, ইউপি সচিব আসাবুল হক মাসুদ, ত্রাণ শাখার উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ইউপি সদস্য জিল্লুর রহমান জুলমত, আবু সালেহ, আক্কাচ আলী প্রমুখ। উল্লেখ্য বেগমপুর ইউনিয়নের ১২টি প্রকল্পের আওতায় ৩০৮ জন শ্রমিক কর্মসৃজন কর্মসূচীর কাজ করার সুযোগ পান।