চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের স্কুলছাত্রকে বাটামপেটা হামলাকারী একই এলাকার লিখন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পাওনা টাকা চাওয়ার কারণে চুয়াডাঙ্গার স্কুলছাত্র আবির হাসানকে বেধড়ক পেটানো হয়েছে। আবির হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন আবির হাসানের পিতা দুদুল হাসান। মামলার পর অভিযুক্ত লিখনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃত লিখন চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার নওশাদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলির দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার দুদুল হাসানের ছেলে আবির হাসান চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মাস চারেক আগে একটি মোবাইল কেনার জন্য নওশাদ আলীর ছেলে লিখনকে আড়াই হাজার টাকা দেয় আবির হাসান। কিন্তু লিখন মোবাইলও দেয় না, টাকাও ফেরত দেয় না। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আবির হাসানের সাথে লিখনের বাগবিত-া হয়। এক পর্যায়ে প্রিন্সপ্লাজা মার্কেটের কাছে আবির হাসানকে ডেকে নিয়ে ৩-৪ জন মিলে বাটাম দিয়ে বেদম মারপিট করে। পরে তারা দলেচটকে মারধর করে আবির হাসানকে। স্থানীয় লোকজন খবর দেয় তার পরিবারকে। পরিবারের লোকজন আবির হাসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আবির হাসানের পিতা দুদুল হাসান সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। রাত সাড়ে ৮টার দিকে মামলার প্রধান আসামি লিখনকে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানায়।