স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কেদারগঞ্জ বাজারের শাকিব অটোহাউজ থেকে অভিনব কায়দায় টাকা চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার দুুপুরে দোকানের টেবিলের ওপর রাখা ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার মৃত তাহাজ্জেত আলীর ছেলে আজিজুল হক মাস খানেক আগে একটি অটো কেনেন। অটোর মূল্য ধরা হয় ১ লাখ ৫২ হাজার ৫শ টাকা। কেনার সময় ক্রেতা নগদ ১ লাখ টাকা দেন। ৫২ হাজার ৫শ টাকা বাকি রাখে। এ বাকি টাকা গতকাল মঙ্গলবার দুপুরে দিতে যান আজিজুল হক। তিনি ৫০ হাজার টাকা নিয়ে শাকিব অটোহাউজে যান। এ সময় দোকানের মালিক তার ছেলেকে দোকানে রেখে বাইরে যান। ক্রেতা ৫০ হাজার টাকা দিতে গেলে তিনি বলেন, আরও আড়াই হাজার টাকা বাকি আছে। আজিজুল হকের কাছে আর টাকা না থানায় ৫০ হাজার টাকা জমা করতে বলেন। ৫০ হাজার টাকা টেবিলের ওপর রেখে দোকানদারের ছেলে তার পিতাকে ডাকতে যান। পাশে বসে ছিলো আজিজুল হক। সুযোগ বুঝে অজ্ঞাত চোর ৫০ হাজার টাকার বা-িল নিয়ে সটকে পড়ে। যা দোকানের সিসি ক্যামেরায় ধারণ হয়। দোকানের সিসি কামেরায় ধারণ করা চুরি দৃশ্যে দেখা গেছে আজিজুল হক টাকা রেখে টেবিলের পেছনে ফিরে বসে আছেন। তার পেছন থেকে হালকা খয়েরি রঙের শার্ট পরা এক ব্যক্তি টাকা নিয়ে সটকে পড়ছে। দোকানদার এসে টাকা চাইলে টেবিলের ওপর ওই টাকা না পেয়ে চমকে ওঠেন আজিজুল হক। টাকা হারানো রহস্য খুঁজতে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বুঝা যায় সর্বনাশ হয়েছে।
আজিজুল হক বলেন, দুপুর সাড়ে ১২টায় বাড়ি থেকে বের হয়ে শাকিব অটোহাউজে যাই। অসুস্থতার কারণে দোকানের টেবিলের ওপর টাকা রেখে বসেছিলাম। কিছু বুঝে ওঠার আগেই টাকা চুরি হয়ে যায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
এদিকে অভিযোগ পাওয়ার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর ধরা অভিযান শুরু করেছে। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত যেমন চোর ধরতে পারেনি তেমনি টাকারও সন্ধান করা যায়নি।