গাংনীর বামন্দীতে ড্রাইভারের স্ত্রীর ঘরে যুবক মাসুম ধরাশায়ী

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দীতে বাস ড্রাইভার রুবেলের স্ত্রীর সঙ্গে ধরাশায়ী হয়েছেন করমদি গ্রামের মাসুম নামের এক যুবক। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকিয়া সম্পর্ক বলে অভিযোগ রুবেলের। গতরাতে একই ঘরে দুজনকে আটকের পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
জানা গেছে, বামন্দী বাজারের বাসচালক রুবেল হোসেন কাজের প্রয়োজনে বেশ কিছুদিন বাড়ির বাইরে ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে বাড়ি ফিরে স্ত্রী ও করমদি গ্রামের ফরজ আলীর ছেলে মাসুমকে একই ঘরে দেখতে পান। পরে দুজনকেই ঘরে আটকে রাখেন। খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল ওই ঘর থেকে রুনা ও মাসুমকে আটক করে থানায় প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, মাসুম ও রুনার পরকিয়া প্রেমের কথা স্বীকার করেন। তারা দুজনে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার আগ্রহও প্রকাশ করেন। তাই নিরুপায় রুবেল মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি। রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন স্ত্রী।
রুবেল তার স্ত্রী ও শিশু কন্যাকে রেখে দিনের পর দিন বাড়ির বাইরে থাকেন। রুবেলের একাধিক বউ রয়েছে রুনা অভিযোগ করেন। যার কারণে মাসুমের সঙ্গে পরকিয়া প্রেমে আসক্ত হয়। এর জের ধরে প্রায়ই রুনার সঙ্গে সময় কাটাতো মাসুম।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুজনকেই আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উভয় পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।