আয়ারল্যান্ডের ঐতিহাসিক অভিষেক টেস্টে প্রতিপক্ষ পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: এ বছরের জুনে টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী এই সদস্য দল দুটি মর্যাদা পাওয়ার পর থেকেই ম্যাচ খেলার জন্য চেষ্টা করে যাচ্ছে।

আগামী বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক অভিষেক টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আয়ারল্যান্ড।

এদিকে আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে অভিষেক টেস্ট ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু শুরুতে সম্মতি দিয়েও পরবর্তীতে নিজেদের সমস্যার কারণে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া অবশ্য জানিয়েছে, ২০১৯ সালে আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে রাজি আছে। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিক মার্শাল ভারত সফরে বিসিসিআইকে টেস্ট খেলার অনুরোধ জানালে তাতে সম্মতি দেয় বিসিসিআই। আগামী বছরের যে কোনো সময়ে ভারতীয় দলের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক অভিষেক টেস্ট ম্যাচ খেলবেন আফগান ক্রিকেটাররা।