আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানুর নির্বাচনী গণসংযোগ ও পথসভা অব্যাহত। গতকাল মঙ্গলবার তিনি উপজেলা কৃষকলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার হারদী, কুমারী, ভাংবাড়িয়া, গাংনী, চিৎলা ও আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, জেলা কৃষকলীগের সহসভাপতি শাহ্ নেওয়াজ খোকন, সংগঠনিক সম্পাদক মাহ্ফুজুর রহমান, দফতর সম্পাদক সাহাবুল হক, কেন্দ্রী কৃষকলীগের সদস্য আজিজুল হক, উপজেলা কৃষকলীগের সহসভাপতি আবু তাহের বিশ^াস, উপজেলা সদস্য আবুল কালাম আজাদ, অভিমান্ন্য কুণ্ডু, মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, ফজলুর রহমান, আনোয়ার বিশ^াস, আকছেদ আলী, নার্গিস খাতুন, টিটু বিশ্বাস, মতি বিশ্বাস, জাহাবক্সসহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন।