সরোজগঞ্জ বাজারে ভেজালপণ্য সরবরাহ ও বিক্রি না করতে মাইকিং

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভেজালপণ্য সরবরাহ ও বিক্রি না করতে মাইকিং করা হয়েছে। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানে জরিমানা করায় বাজার কমিটি এ উদ্যোগ নিয়েছে। ভেজালপণ্য সংগ্রহ ও সরবরাহ না করতে ব্যবসায়ীদের সতর্কমূলক মাইকিং করা হয়। গতকাল সোমবার মাইকিং করার সময় বলা হয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ভেজালপণ্য পাওয়া গেলে প্রশাসনের উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করলে তার দায়ভার বাজার পরিচালনা কমিটি নেবে না। তাই সকল ব্যবসায়ীদেরকে ভেজালপণ্য সরবরাহ ও বিক্রি বন্ধ করতে হবে। এ ব্যাপারে সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ বলেন, সার বীজসহ বিভিন্ন ভেজালপণ্য সরবরাহ করে কৃষকসহ এলাকার মানুষকে যে ব্যবসায়ীরা ঠকাচ্ছেন তাদের ব্যাপারে বাজার কমিটি কোনো প্রকার দায়ভার নেবে না, তিনি আরও বলেন প্রশাসন যদি ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন তবে বাজার পরিচালনা কমিটির উদ্যোগে অভিযানের সহযোগিতা করা হবে।