ভারত থেকে সরে যেতে পারে এশিয়া কাপ

মাথাভাঙ্গা মনিটর: ২০১৮ এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু ভারত সরকার পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দিতে এখনও সম্মত হয়নি। ফলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অন্য কোনো দেশকে দিতে পারে আয়োজকের দায়িত্ব। একই ঘটনা ঘটেছিলো গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বেলায়ও। পাকিস্তানি যুবারা ভিসা না পাওয়ায় এসিসি টুর্নামেন্টের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেয়া হয়েছিল মালয়েশিয়ায়।

বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে ২০১২-১৩ মরসুমের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান। তাই বিশ্বকাপের মতো সব দলের সাধারণ টুর্নামেন্ট ছাড়া এই দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। যেমন, এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলো দল দুটি। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী বছর এশিয়া কাপের আয়োজন নিয়ে অনিশ্চিয়তায় রয়েছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘কেন্দ্র থেকে যেহেতু পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে আমন্ত্রণ জানানোর অনুমতি পাওয়া যায়নি, সিনিয়রদের ক্ষেত্রেও মনে হয় না এটা সম্ভব হবে।’ এ বছরই ভারত আয়োজন করেছিল এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিয়েছেন পাকিস্তানের অ্যাথলেটরা। তবে ক্রিকেটের বেলায় সরকারের যুক্তি আলাদা বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা, ‘সরকারের মতে ক্রিকেটের বিষয়টি আলাদা, কারণ দু’দেশের মানুষেরই আবেগ জড়িত এখানে। আমরা সরকারকে অনুরোধ জানিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি।’ এই কর্মকর্তার মতে, দ্রুত সিদ্ধান্ত নিয়ে এসিসিকে জানানোর সময় এসে গেছে, ‘এসিসিকে দ্রুত আমাদের সিদ্ধান্ত জানানো উচিত। কারণ অন্য আয়োজক দেশ নির্ধারণ করা এবং সেই দেশের সব ধরনের প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে আয়োজন করা সময়সাপেক্ষ ব্যাপার।’