দামুড়হুদায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি কেশবপুরের জাহাঙ্গীর গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সড়কে গাছ ফেলে গরুর ব্যাপারীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত সন্দেহে জাহাঙ্গীর হোসেন (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে দামুড়হুদা কেশবপুর গ্রামের ইউপি সদস্য আলেফ খার ছেলে। গতকাল রোববার দুপুরে দামুড়হুদা মডেল থানার এসআই আমজাদ হোসেন ও এসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ব্র্যাকমোড় এলাকা থেকে তাকে আটক করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আটক জাহাঙ্গীর দামুড়হুদার কেশবপুর-বিষ্ণুপুর সড়কে গাছ ফেলে গরুর ব্যাপারীদের কাছ থেকে টাকা ছিনতাই, পুর্বাশা পরিবহনে ডাকাতিসহ একাধিক ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।