স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নব-নির্বাচিত প্রতিনিধিরা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খানের নেতৃত্বে নব-নির্বাচিত কমিটির সদস্যরা এ সময় দেখা করেন।
এসময় নব-নির্বাচিত কমিটির সেক্রেটারি ফজলুর রহমান, কার্যকরী সদস্য শহীদুল ইসলাম শাহান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম ও হাবিল হোসেন জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক। শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে রেডক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন নেতৃবৃন্দ। জেলা প্রশাসক এ সময় বলেন ‘এ ধরনের সামাজিক সংগঠনে সম্পৃক্ত থেকে অনেক অবদান রাখা সম্ভব। চক্ষু হাসপাতালে দরিদ্র রোগীদের সেবা প্রদান করে যে অন্যান্য দৃষ্টান্ত রেখে চলেছেন তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি উন্নয়নমূলক নতুন কার্যক্রম হাতে নিতে হবে। তিনি এ ধরনের ভালো কাজের সাথে সব সময়ই পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।’