স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জাফরপুর গ্রামের শাহিনের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। গতপরশু শনিবার রাতে ঘরের গ্রিল কেটে চোরের দল মোটরসাইকেলটি চুরি করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শাহিন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে জাফরপুর গ্রামের নবীছদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ শাহিনের আরএক্স মেরুন কালার মোটরসাইকেল গতপরশু শনিবার রাতে বাড়িতে রাখে। রাত আনুমানিক ৩টায় ঘরের গ্রিল কেটে তার মোটরসাইকেলটি (চুয়াডাঙ্গা-হ-১১-০৬৮৭) চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।