স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ইসলামপাড়ার ইমদাদুল হককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার দুপুরে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় ইমদাদুলের নিকট থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। ইমদাদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ইসলামপাড়ার মৃত জুড়োন আলীর ছেলে ইমদাদুল হকের বাড়িতে অভিযান চালান। এ সময় ১০ পুরিয়া হেরোইনসহ ইমদাদুলকে আটক করেন গোয়েন্দা পুলিশ। ইমদাদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।