কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারী

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপের বিরুদ্ধে কটুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী বক্তব্যের কারণে সমন জারি করা হয়।
গতকাল রোববার কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেজবাউল হকের আদালত সমন জারি করেন। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার বাদী হয়ে গতকাল দুপুরে একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৮৭২/১৭। এই মামলার দীর্ঘ শুনানীঅন্তে আদালত এ সমন জারি করেন।
উল্লেখ্য যে, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে একটি সংগঠনের অনুষ্ঠানে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপের বিরুদ্ধে কটুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য রাখেন যা ইউটিউবসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়।