মাথাভাঙ্গা মনিটর: প্রিমিয়ার লিগের রেলিগেশন অঞ্চলের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে গেছে চেলসি। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে চেলসি। ৬ মিনিটে কোনাকুনি শটে বল জালে জড়ান ওয়েস্টহ্যামের অস্ট্রিয়ার ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচ।
পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ করে খেলতে থাকে চেলসি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি চেলসি। বিরতির পর সমতায় ফিরতে আক্রমণের ধার বাড়ান মোরাতা-হ্যাজার্ডরা। ম্যাচের ৮৩ মিনিটে একবার গোলেল সুযোগও পেয়েছিলেন মোরাতা। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ এই ফরোয়ার্ডের ভলি লক্ষ্যভ্রষ্ট হলে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় চেলসিকে।