স্টাফ রিপোর্টার: জীবননগরের নবগঠিত মনোহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ নিয়ে মাঠে নেমেছেন দেশের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু। গতকাল শনিবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোহরপুর ইউনিয়নের সাধারণ ভোটারের মাঝে উপস্থিত হয়ে স্বশরীরে ভোট দেয়ার এ অনুরোধ জানিয়ে গণতন্ত্র রক্ষায় সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
আগামী ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবগঠিত মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান। তাকে নির্বাচিত করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএপির ১নং যুগ্ম-আহ্বায়ক, বিজিএমই’র সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহমুদ হাসান খান যিনি বাবু খান হিসেবে পরিচিত তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করলেন। গতকাল শনিবার দুপুরে মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের নিকট সালাম ও শুভেচ্ছা বিনিময় করে হাতে-হাত রেখে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামরুজ্জামনকে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বলেন, দলের স্বার্থে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করুন। এ সময় তার সাথে ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়িয়া ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সীমান্ত ইউপি সাবেক চেয়াম্যান শাজাহান আলী, বর্তমান চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন, যুবদল নেতা রফিউল আলীম, উথলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামরুলের সহোদর ৫নং পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দীন সিদ্দিকী, সাবেক ইউপি মহিলা মেম্বার পেয়ারা বেগম, সাবেক কাউন্সিলর নাসির ইকবাল ঠা-ু, আরিফুজ্জামান আরিফ, যুবদল নেতা নিজাম উদ্দীন, পিয়াস হোসেন, আনোয়ার হোসেন আনার, বাবু, শফি, শরিফুল, বাবু, রব্বানীসহ আরও অনেকে।