চুয়াডাঙ্গা-২ আসনে নজরুল মল্লিকের গণসংযোগ
জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক গতকাল শনিবার এ আসনের জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন ও দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকা নাটুদাহ এবং মদনায় ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগে তিনি জনতার উদ্দেশে বলেন, আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করি এবং আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে রয়েছি। তিনি বলেন, আমি লক্ষ্য করেছি দল ক্ষমতায় থাকার সুযোগে একজন ব্যক্তির ছত্রছায়ায় দলের ত্যাগী নেতাকর্মীদেরকে বঞ্চিত করে হাতে গোনা কয়েকজনকে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলতে সহযোগিতা করা হয়েছে। রাজনীতিকে পুঁজি করে তারা রাজধানী ঢাকায়সহ বিভিন্ন স্থানে গাড়ি-বাড়ির মালিক বনেছেন। তিনি বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব দুর্নীতিবাজদের হটাতে হবে।
গণসংযোগকালে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আপিল মাহমুদ, আব্দুর রহমান, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা শামীম ফেরদৌস, কাজি সামসুর রহমান চঞ্চল, আবু তালেব প্রমুখ তার সঙ্গে ছিলেন।