কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরধরে ৩টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। গত শুক্রবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা মনোহরপুর গ্রামের আ. লীগ কর্মী মুরাদ হোসেন (২৩) কে জখম করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরের ১৪ মার্চ কালীগঞ্জের মনোহরপুর গ্রামে যুবলীগ নেতা বিপুল হোসেন (২৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জেরধরে নিহতের চাচা কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেনের সমর্থকদের সাথে শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরীর সমর্থকদের বাক-বিত-া হয়। এরই জেরধরে চেয়ারম্যান নাসির লোকজন নিয়ে ইসরাইলের বাড়ি ও সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হচ্ছে।