নূরুল ইসলাম চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সম্পাদক নির্বাচিত
মেহেরপুর অফিস: জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মেহেরপুরের দ্বিবার্ষিক (২০১৮-২০১৯) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নূরুল ইসলাম চেয়ারম্যান ও মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার ডা. এমএ বাশার জানান, জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মেহেরপুরের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ২১টি বিভিন্ন পদের বিপরীতে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়ে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল ও কোনো প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ২১ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মহিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাজি রমজান আলী ও হাজি মোয়াজ্জেম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হায়দার আলী খান, সহসম্পাদক হাসান আলী ও আলী আফজাল, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, যুগ্মকোষাধ্যক্ষ হাজি নূর মোহাম্মদ, সাংগাঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক বদিউজ্জামান তরুণ, মহিলা সম্পাদিকা ছালেহা খাতুন, প্রচার সম্পাদক আতিয়ার রহমান ও দপ্তর সম্পাদক ইব্রাহিম শেখ। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন মোহন, সামাদুল ইসলাম, শহিদুল ইসলাম, জিন্নাত আলী, হিসাব উদ্দিন ও আব্দুস সাত্তার।