চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ের জিল্লুর রহমানের ভাটায় কর্মরত আগুন মিস্ত্রিসহ নিকটাত্মীয়কে হুমকি : পুলিশে নালিশ
স্টাফ রিপোর্টার: ভালাইপুর মোড়ের যে ইটভাটায় যার সেলফোন তথা মোবাইলফোন ব্যবহার করে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেই ইটভাটাতেই কাজ করা অবস্থায় তাকে তথা সেই শ্রমিক শাহাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতপরশু বৃহস্পতিবার রাতে চুয়ডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ভালাইপুরেরই গাজী উদ্দীনের ছেলে। গতকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়ের জিল্লুর রহমানের ইটভাটায় কর্মরত আগুন মিস্ত্রি ও নিকটাত্মীয় সালাউদ্দীনের নিকট মোবাইলফোনে মোটাঅঙ্কের চাঁদা দাবি করা হয়। চরমপন্থি পরিচয়ে হুমকি দিয়ে মোবাইলফোনে চাঁদা দাবির বিষয়টি জানিয়ে গত ২৫ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন ভাটা মালিক। যে মোবাইলফোন দিয়ে চাঁদাদাবি করা হয়েছে তার নিবন্ধন সম্পর্কে তথ্য নিয়ে পুলিশ নিশ্চিত হয়, ওই ফোন নম্বরটি ওই ভাটারই শ্রমিক শাহাবুলের। গোপনে তথ্য নিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তোজাম্মেল হোসেন দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। সদর থানার এসআই মকবুল হোসেন ও এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতপরশু ওই ইটভাটায় অভিযান চালিয়ে শ্রমিক শাহাবুলকে (৩৫) গ্রেফতার করেন। তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় অবশ্য সে বলেছে, ওই সিমটি তার স্ত্রী রনিতার নামে তোলা। কিছুদিন আগে ওই সিমটি ভাটা থেকেই ছিনিয়ে নেয় কয়েক ব্যক্তি। পুলিশ বলেছে, নিজেকে বাঁচাতে ব্যাচারা এখন সিম ছিনতাইয়ের গল্প ফাঁদছে।