মালয়েশিয়ায় যশোরের যুবকের মৃত্যু : খুনের অভিযোগ পরিবারের

যশোর প্রতিনিধি: জীবিকার তাগিদে ৪ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান যশোরের ঝিকরগাছা উপজেলার সুমন হোসেন আকাশ (২৩)। গত বৃহস্পতিবার লাশ হয়ে দেশে ফিরেছেন সুমন। সুমনের পরিবারের অভিযোগ করে বলেন তাকে হত্যা করা হয়েছে। নিহত সুমন ঝিকরগাছা উপজেলার পুরনন্দরপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। নিহত সুমনের ভাই নাঈম হোসেন বলেন, ‘চার বছর আগে সুমন মালয়েশিয়া যায়। সেখান থেকে সেলিম নামে এক ব্যক্তি গত ৪ ডিসেম্বর মোবাইলফোনে আমাদের জানায়, সুমন আত্মহত্যা করেছে। পরে ওই দেশের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে। ৭ ডিসেম্বর ভাইয়ের মৃতদেহ বাংলাদেশে পাঠানো হয়। কিন্তু সে আত্মহত্যা করতে পারে না। তাকে কোনো কারণে হত্যা করা হয়েছে। আমরা আদালতের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি।’ ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি বলেন, ‘নিহত সুমনের লাশ ঝিকরগাছা থানায় গত বৃহস্পতিবার সকালে আসে। আদালতের নির্দেশ অনুযায়ী রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝিকরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম সুবর্ণ ভূমিক বলেন, ‘সুমন হোসেন নামে এক যুবক মালয়েশিয়ায় মারা গেছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এজন্য আইন অনুযায়ী তার সুরতহাল রিপোর্ট করার সময় আমি উপস্থিত ছিলাম। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়।’