স্টাফ রিপোর্টার: দামুড়হুদা সুবলপুরের নাজিম উদ্দীনকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতপরশু বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তাকে তার প্রতিবেশী লিয়াকত আলীর ৪ ছেলে লাঠিপেটা ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ করেছেন আহত নাজিম উদ্দীন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাজিম উদ্দীন সুবলপুর গ্রামের আশ্রয়কেন্দ্রপাড়ার নূর মোহাম্মদের ছেলে। তিনি বলেছেন, গ্রামের লিয়াকত আলীর ছেলেরা পরশু গ্রামেরই সিরাজের ছেলে জাকিরকে মারার জন্য খুঁজচ্ছিলো। জাকির নাকি ওদের বাড়ির এক মেয়ের হাত ধরে টেনেছে। বিষয়টি আমি প্রথমে বুঝিনি। মারতে আসছে দেখে জাকিরকে সরিয়ে দিলে ওরা মনে করে আমি জাকিরকে উসকে দিয়েছি। এ কারণেই ওরা ধরে লাঠি দিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত নাজিম উদ্দীন এ বর্ণনা দিলেও ঘটনার আড়ালে আর কোনো ঘটনা আছে কি-না তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।