জীবননগর গঙ্গাদাসপুরে গাছ থেকে পড়ে স্কুলছাত্র নিহত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে গাছ থেকে পড়ে স্কুলছাত্র নাহিদ হোসেন (১০) নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের দিনমজুর শাহাবুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গাদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র নাহিদ নানা বাড়ি থেকে লেখাপড়া করে। দুপুরে সে বন্ধুদের সাথে খেলা করছিলো। এসময় সে একটি আমলকি গাছে ওঠে। গাছের মাথায় ওঠার পর ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাহিদের নানা ও পিতার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।