জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দু’মাদকসেবীকে জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত দু’মাদকসেবীকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় গাজী রহমান (৪২) ও আক্তার হোসেনকে (৩৫) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সেলিম রেজা এ জরিমানা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রকাশ্য মাদকসেবন করার অপরাধে নতুনপাড়া গ্রামের মকছেদ ম-লের ছেলে গাজী রহমান এবং মেদিনীপুর গ্রামের আনসার আলী বিশ্বাসের ছেলে আক্তার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ ও ৯ ধারার ১১ (গ) মতে দ-নীয় অপরাধে ১০ হাজার টাকা করে দুজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জীবননগর থানা পুলিশ এসময় মোবাইল কোর্টকে সহযোগিতা প্রদান করেন।