স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভা-ারদহে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুজন রক্তাক্ত জখম হয়েছে। প্রতিপক্ষের হামলায়ে সকালে আহত হয় সুজন আলী (২৪)। সন্ধ্যায় পাল্টা হামলায় আহত হয়েছেন আফিল উদ্দীন (৫৫)। দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
জানা গেছে, বসুভা-ারদহ মসজিদপাড়ার শফিউদ্দীনের সাথে গ্রামেরই মাঝেরপাড়ার মৃত শামসুল হুদার ছেলে আফিল উদ্দীনের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে শফিউদ্দীনের ছেলে সুজন আলী হামলার শিকার হয়। গতকাল তাকে তার পানবরজে হামলা চালিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে মেরে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পক্ষান্তরে আফিল উদ্দীন বলেছেন, সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিলাম। হাবিবুর রহমানের ছেলে পিন্টু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাকে আহত করেছে। টাকা নেয়ার পরও জামি রেজিস্ট্রি করে না দেয়ায় বিরোধের সূত্রপাত বলে জানিয়েছে আফিল উদ্দীনের শয্যাপাশে থাকা লোকজন।
অপারদিকে সুজনের শয্যাপাাশে থাকা লোকজন বলেছেন, শরিকি জমি দীর্ঘদিন ধরে দখলে নিয়ে রেখেছে আফিল ও মোসা। জমি ফেরত চাওয়ার কারণে ওরা সুজনকে মেরে আহত করেছে।