গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি বাড়ি থেকে শাহজাহান আলী (২৫) ও তার প্রেমিকাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের দুজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শাহজাহান আলী এ উপজেলার তেরাইল গ্রামের নইমুদ্দীনের ছেলে। প্রেমিকার বাড়ি জোড়পুকুরিয়া গ্রামে। সে স্বামী পরিত্যক্তা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া গ্রামের একটি বাড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অবস্থান করছিলেন শাহজাহান ও তার প্রেমিকা। নির্জন বাড়ির একটি কক্ষে তারা অসামাজিক কাজে লিপ্ত রয়েছে এমন খবরে আশেপাশের লোকজন বাড়ি ঘিরে তাদের আটক করে। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নেয়। তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে তাদেরকে থানা থেকে ছাড়াতে স্থানীয় চিহ্নিত অনেকেই দৌড়ঝাপ করেন। বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা চলতে থাকে রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত। কিন্তু কোনো কাজে আসেনি।
এদিকে থানা হেফাজতে থাকা প্রেমিকার অভিযোগ, এক বছর ধরে শাহজাহানের সাথে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক হয়। আমি তাকে বিয়ে করতে চাই।
তবে শাহজাহান বিয়ে করতে অস্বীকৃতি জানায়। প্রেমিকার বাড়ির পরিবেশ ভালো নয় এমন দাবি করে তিনি বিয়ে করতে রাজি হননি। পরিবেশ ভালো নয় তাহলে প্রেম ও অবৈধ শারীরিক সম্পর্ক কেন? এমন প্রশ্নের জবাবে চুপ ছিলেন শাহজাহান।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।