আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দু’মাদকসেবীকে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। গতকাল শুক্রবার বিকেলে মাদকসেবনকালে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের আকবার আলীর ছেলে হাফিজুর রহমান লাবু (৩৫) দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজাসেবন করে। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাকে গাঁজাসেবনের অপরাধে আটক করা হয়। অপরদিকে আলমডাঙ্গা লালব্রিজ এলাকা থেকে নেশা করে আলমসাধু চালানোর সময় দুর্লভপুর গ্রামের আইনাল হকের ছেলে মিলন আলী (২২) কে আটক করে। পরে আলমডাঙ্গা রেল স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবনের অপরাধে হাফিজুর রহমান লাবু ও মিলন আলীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।