আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাব্যবসায়ী শিশিরকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের যাত্রী ছাউনির নিকট থেকে তাকে আটক করে।
জানা গেছে, উপজেলার জহুরুলনগরের মোশারেফ জোয়ার্দ্দারের ছেলে মহাসিন জোয়ার্দ্দার ওরফে শিশির (২৮) দীর্ঘদিন ধরে ইয়াবাব্যবসা করে। ইতোপূর্বেও ইয়াবাসহ মহিলা কলেজের নিকট থেকে তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। গতকাল শুক্রবার ইয়াবা কিনে নিয়ে যাওয়ার সময় আলমডাঙ্গা থানার এসআই একরাম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী ছাউনির নিকট থেকে তাকে আটক করে। তার দেহতল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে শিশিরকে থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আজ সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
ছবি: পুলিশের সাথে শিশির।