দামুড়হুদার কুতুবপুরে বিজিবির মতবিনিময়সভায় ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান মৃধা
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর হাইস্কুল মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মুন্সিপুর বিজিবির আয়োজনে গবাদিপশু চোরাচালান দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মতবিনিময়সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ৬ বর্ডার গার্ড বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান মৃধা বলেন, সীমান্তে যারা চোরাকারবারি করে তারা রাষ্ট্রের শত্রু, তারা রাষ্ট্রের কখনো ভালো চাই না। তারা দেশের বাইরে থেকে মাদক নিয়ে এসে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। যারা চোরাকারবারি করে তাদের বিরুদ্ধে বিজিবি সব সময় কঠোর। মাদকের নেশা যাদের ভেতর আছে তারা সমাজে ঘৃনিত। আমরা যে যেখানে আছি সে সেখান থেকে মাদক প্রতিরোধ করবো। বিজিবি মাদকের বিরুদ্ধে সীমান্তে জিরো টলারেন্স। মাদকের জন্য কোনো সুপারিশ আপনারা করবেন না। বিজিবির একার পক্ষে চোরাচালানরোধ করা সহজ না। জনগণের সহযোগিতা হলে সম্ভব। আপনার সন্তান সন্ধ্যার পর কোথায় যাচ্ছে খোঁজ খবর রাখবেন। মতবিনিময়সভায় আরও বক্তব্য রাখেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান জেলা আ. লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ ইনামুল করিম ইনু, সুবেদার আমিরুল ইসলাম, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. বারিক, আ. হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আ. হাকিম, মুকুল মোল্লা, আ. রাজ্জাক, মনিরুজ্জান মনি, আসলাম, ভগু, সিরাজুল ইসলাম, মন্টু, লিয়াকত, আলী আহম্মেদ গাইন, শিক্ষক আশরাফ ও আনছারসহ গ্রামের সুধীসমাজের লোকজন।