মেয়েকে ট্রেন থেকে নামাতে গিয়ে পিতা হারালেন প্রাণ

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর রেল স্টেশনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাঁড়ি ট্রেনে কাটা পড়ে গোলাম মোস্তফা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত গোলাম মোস্তফার বাড়ি মহেশপুর উপজেলার জলুলী গ্রামে।
নিহত গোলাম মোস্তফার কন্যা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের কন্যা ফাতেমা তার বৃদ্ধ নানিকে খুলনায় ডাক্তার দেখিয়ে সাগরদাঁড়ি ট্রেনে কোটচাঁদপুর ফিরছিলেন। কোটচাঁদপুর স্টেশনে নেমে তাদের ইজিবাইকযোগে গ্রামের বাড়ি ফেরার কথা ছিলো। মেয়ে ও শাশুড়িকে নিতে নিহত মোস্তফা গ্রাম থেকে স্টেশনে এসেছিলেন। ট্রেনটি স্টেশনে থামার পর মোস্তফা তাদের নামাতে ট্রেনে ওঠেন। ট্রেন থেকে মেয়ে ও শাশুড়ি নামার পর ট্রেনটি চলতে শুরু করে। এ অবস্থায় চলন্ত ট্রেন থেকে তড়িঘড়ি নামতে গিয়ে সে প্লাটফর্মে ধাক্কা খেয়ে ট্রেনের চাকার তলায় পড়ে দ্বীখ-িত হয়ে যায়। কোটচাঁদপুর স্টেশন মাস্টার জানান, ঘটনার পরপরই যশোর জিআরপি পুলিশকে জানানো হয়েছে। রাত ১০টায় এ সংবাদ লেখার সময় লাশ ঘটনাস্থলে পড়ে ছিলো।