মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মুক্তিপনের টাকা নিতে গিয়ে ২ অপহরণকারী পুলিশের হাতে আটক হয়েছে। বাথানগাছী গ্রামের হানিফ ম-লের ছেলে শরিফুল ইসলাম চৌগাছা যাওয়ার পথে কমলাপুর নামকস্থান থেকে অপহৃত হন। তার মুক্তিপন দাবি করলে পুলিশ ফাঁদ পাতে। শেষ পর্যন্ত অপহরকচক্রের দুজন পুলিশের ফাঁদে পা দিয়ে এখন গারদে।
থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, গত বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের মৃত হানিফ ম-লের পুত্র শরিফুল ইসলাম (৩৫) ব্যবসায়িক কাজে চৌগাছা যাওয়ার পথে কমলাপুর নামকস্থানে দুজন অস্ত্রধারী তাকে মোটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যেয়ে অজ্ঞাতনামা স্থানে একটি ঘরের মধ্যে চোখ-মুখ বেঁধে আটকে রাখে। অপহরণকারীরা তার কাছে ১০লাখ টাকা মুক্তিপন দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে হাতুড়ি দিয়ে মারপিট করে। পরে তার ব্যবসায়ী পার্টনার মোস্তফা ০১৭৪০-৫৪৬৩৬৮ নম্বরে মোবাইলফোন করে কিছু টাকা ম্যানেজ করে দেয়ার কথা বলে। আসামিরা শরিফুলকে যশোরে আটকে রেখে পোড়াপাড়া বাজারে টাকা নেয়ার জন্য আসে। এ সময় তার আত্মীয়-স্বজন পুলিশকে খবর দিলে পুলিশ টাকা নেয়ার সময় হাতেনাতে তাদেরকে ১৫ হাজার টাকাসহ আটক করে। আটককৃতরা হলেন, যশোর জেলার কতোয়ালী থানার সাজিয়ালী গ্রামের শফিকুলের ছেলে সোহেল (৩০), মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শরিফুলের ছেলে রফিকুল (২৫) এবং গাড়ীচালক যশোর কতোয়ালী থানার আফান গাজীর ছেলে শাহাবুদ্দিন পুলিশের হাতে আটক হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, এ সিন্ডিকেটের সাথে ঝিনাইদহ ও যশোর জেলার সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আজম জানায়, তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য ৫দিনের রিমা- চেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।