স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট আগামী ২৮ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যে কাউন্সিলরের মৃত্যুর কারণে এ পদটি শূন্য হয়েছে, সেই কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের স্ত্রী নাজরিন পারভীন মলিসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পরপরই প্রচারপত্র হাতে নিয়ে প্রার্থীরা ভোটারদের মধ্যে প্রচার-প্রচারণায় নেমে পড়েন।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুস সালেহীন ছিলেন জনপ্রিয় জনপ্রতিনিধি। তিনি পরপর তিন মেয়াদে নির্বাচিত হয়ে তার ওয়ার্ডের উন্নয়ন তরান্বিত করার কাজে অবদান রাখেন। গত ২৬ সেপ্টেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের মৃত্যুর পর বিধি মোতাবেক ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপরই প্রকাশ করা হয় নির্বাচনী তফশিল। নাজমুস সালেহীন লিটনের স্ত্রী নাজরিন পারভীন মলি পাঞ্জাবী প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন। অমিরুল ইসলাম পেয়েছেন গাজর প্রতীক। বিস্তারিত প্রতিবেদন আগামীকাল।