জীবননগর লক্ষ্মীপুরে গোখরার ছোবলে ছাগলের মৃত্যু

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার পুরাতন লক্ষ্মীপুরে বিষধর গোখরা সাপের ছোবলে একটি খাসি ছাগলের মৃত্যু হয়েছে। গৃহকর্তা ওঁঝা নিয়ে এসে রান্না ঘরের চুলার পাশের মাটির নিচে হাঁড়া বানিয়ে থাকা বৃহৎ একটি গোখরা সাপ বের করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষধর সাপ উদ্ধারের এ ঘটনা ঘটে।
পুরাতন লক্ষ্মীপুর গ্রামের মৃত মসলেম আলী খা মাস্টারের ছেলে প্রভাষক হাসানুজ্জামান পলাশ জানান, গতকাল সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গোয়ালঘরে থাকা প্রায় ১২ হাজার টাকা মূল্যের খাসি ছাগলটি মারা গেছে। বিষধর সাপের কামড়ে ছাগলটির মৃত্যু হয়েছে অনুমান করে তিনি বাড়িতে ওঁঝা ডেকে আনেন। ওঁঝা গোয়ালঘরের পাশে থাকা রান্না ঘরের চুলার পাশের মাটির নিচে হাঁড়া বানিয়ে থাকা বৃহৎ একটি গোখরা সাপ উদ্ধার করে নিয়ে যায়।