স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগী ফাহিম (১৩) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাকে ভর্তি করা হয়। বিকেল ৩টায় তার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগীর মৃত্যুর খবর জানাজানি হলে অনেকেই বিরূপ মন্তব্য করে প্রশ্ন তুলে বলেন, চিকিৎসা বিজ্ঞানের এই অত্যাধুনিক যুগেও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মৃত্যু কি মেনে নেয়া যায়?
জানা গেছে, এবারের শীত শুরুর পর থেকেই শিশুদের মধ্যে রোটাভাইরাস জনিত ডায়রিয়া ও নিউমনিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকালও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ড হিসেবে গতকালই উদ্বোধন করা ওয়ার্ডে উপচেপড়া শিশু রোগীর ভিড় জমেছে। এর মধ্যে ১৩ বছর বয়সী কিশোর ফাহিম ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার মারা গেছে। সে চুয়াডাঙ্গা দামুড়হুদার মজলিশপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। দু’দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয় সে। তাকে গতকাল বৃহস্পতিবার সকালে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসার এক পর্যায়ে বিকেলে মারা গেলে ফাহিমের নিকটজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। কিশোরের মৃত্যুর বিষয়ে চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালে নিতে বিলম্ব হওয়ায় রোগীর অবস্থা খুবই সঙ্কটাপন্ন ছিলো।