স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের আর্মি ওয়ারেন্ট অফিসার পরিচয় দানকারী ইসানুর গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ভোর ৩টায় সদর থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা জেলা সদরের আমিরপুর গ্রামের তফেল উদ্দিনের ছেলে ইসানুরকে গতকাল বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশের এসআই সুমন তার নিজবাড়ি থেকে আটক করে। মামালার বিবরণে জানা গেছে, সে একই গ্রামের আমজেদ আলীর ছেলেকে আর্মির চাকরি দেবার কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়ে ভূয়া নিয়োগপত্র হাতে ধরিয়ে দেয়। এ ঘটনায় আমজেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এলাকা সূত্রে জানা গেছে, ইসানুর দীর্ঘদিন ধরে নিজেকে আর্মি ওয়ারেন্ট অফিসার, কখনও ডিজিএফআই সদস্য বলে পরিচয় দিয়ে আসছিলো। গতকাল বৃহস্পতিবার সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।