কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনে আতিয়ার হোটেলকে ৫ হাজার, বিসমিল্লাহ ফলঘরকে এক হাজার, নিউ কার্পাসডাঙ্গা ফাস্ট ফুডকে ৫’শ টাকা এবং বিশ্বাস সিডসকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১১ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন ম-ল, জেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আ. মতিন।