হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাংনী উপজেলার চৌগাছার রাজকুমারকে ইয়াবাসহ আটক করেছে। গতকাল সন্ধ্যায় হাটবোয়ালিয়া গাংনী সড়কের নতুন ইটভাটার নিকট থেকে তাকে আটক করে।
জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার চৌগাছা ভিটাপাড়ার খগন দাসের ছেলে রাজকুমার দাস (২৮) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। রাজকুমার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা থেকে প্রায়ই ইয়াবা ক্রয় করে নিয়ে নিজ এলাকায় বিক্রি করে। গতকাল সন্ধ্যায় রাজকুমার ইয়াবা ক্রয় করে নিয়ে ভ্যানযোগে যাচ্ছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া ক্যাম্পের এএসআই রওশন ও কনস্টেবল টিপুকে সঙ্গে নিয়ে হাটবোয়ালিয়া গাংনী সড়কের নতুন ইটভাটার নিকট থেকে রাজকুমারকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। রাতেই তাকে আলমডাঙ্গা থানায় নিয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজকুমার ইয়াবা হোম ডেলিভারি করতো।