স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা কান্তপুর ব্রিজ মোড়ের অদূরে দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ৬জন আহত হয়েছে। আহতদের মধ্যে আজিবর ম-ল নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। আজিবর ম-ল চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংপাড়ার মৃত সোবহান ম-লের ছেলে। প্রত্যক্ষদর্শী আকন্দবাড়িয়ার মানিক বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ৬জন মিলে আলমসাধুযোগে পাঁচকমলাপুর হয়ে নীলমণিগঞ্জ হাটে পান বিক্রির জন্যে যাচ্ছিলাম। পথিমধ্যে সকাল সাড়ে ৬টায় কান্তপুর ব্রিজমোড় পাড়হয়ে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে উঠতেই অপরদিক থেকে আসা আরেকটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আজিবর ম-লের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাকী ৫ যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আজিবর ম-লকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। আজিবর ম-লের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডা. ওয়ালিউর রহমান নয়ন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাডপাতালে রেফার করেন। গতকাল দুপুরে তাকে ঢাকায় নেয়া হয়েছে।