আলমডাঙ্গায় তাফসির মাহফিল বন্ধ করে দেয়ার পর হিন্দু ধর্মালম্বীর হোটেল ও ব্যক্তিগত মন্দিরের কালীমুর্তি ভাঙচুর

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পুলিশ কর্তৃক তাফসির মাহফিল বন্ধ করে দেয়ার পর হিন্দু ধর্মাবলম্বীর হোটেল, ব্যক্তিগত কালীমুর্তি, মন্দিরের বাল্ব ও রোডের সিসিটিভি ইট ছুড়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাফসির মাহফিল বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধরা গতরাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়দের অনেকে।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের পুরাতন বাজার ও কলেজপাড়ার একাংশের মানুষ ৩ দিনব্যাপী তাফসির মাহফিলের আয়োজন করে। গত বুধবার ওই তাফসির মাহফিল শুরু হয়। গতকাল বৃহস্পতিবার ছিলো ২য় দিন। সন্ধ্যার পর গতকাল ২য় দিনের মাহফিলে বিভিন্ন বক্তা তাফসির করছিলেন। তাফসির মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম হয়। মাহফিলের প্রধান তাফসিরকারক ছিলেন আমির হামজা। দূর দূরান্ত থেকে মানুষ তাফসির মাহফিলে ছুটে আসেন। রাত সাড়ে ১০টার পর আমির হামজা মঞ্চে ওঠেন। প্রায় ৫ মিনিট অতিবাহিত হতে না হতেই আলমডাঙ্গা থানা পুলিশ আমির তাফসির মাহফিলস্থলে উপস্থিত হন। হামজাকে বক্তব্য বন্ধ করে তাফসির মাহফিল বন্ধের নির্দেশ দেয়। আমির হামজা পুলিশের নির্দেশে মাহফিল বন্ধ করে মঞ্চ থেকে নেমে যান। সে সময় বিক্ষুব্ধ হয়ে ওঠে দর্শক শ্রোতা। এক পর্যায়ে তারা দলে দলে বাড়ি ফেরেন। বিক্ষুব্ধদের কেউ কেউ শহরের চারতলা মোড়ে অবস্থিত হারানের হোটেলের বেসিন, ব্যক্তিগত কালীমুর্তি, মন্দিরের বাল্ব ইট ছুড়ে ভাঙচুর করে। এছাড়া কয়েকটি রোডলাইট ও সিসিটিভি ভাঙচুর করে। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।