আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মাদকবিরোধী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যার পর পশুহাট যাত্রী ছাউনির সামনে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নির্দেশে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আলমডাঙ্গা পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, আলমডাঙ্গার বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, আইনাল হক, পৌর যুবলীগের সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, সাইফুর রহমান পিন্টু, কামাল হোসেন, আলমডাঙ্গার বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক লিটনসহ আলমডাঙ্গার বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল নেতাকর্মী ও সদস্যবৃন্দ। এ সময় এসআই জিয়া বলেন, মাদকাসক্তি হচ্ছে সামাজিক ব্যাধি। শুধু প্রশাসনিকভাবে মাদকাসক্তির মোকাবেলা করা অত্যন্ত কঠিন কাজ। সে কারণে সমাজের সকলকেই মাদকাসক্তি উৎপাটনে সোচ্চার হতে হবে। আমাদেরকে সহযোগিতা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আলমডাঙ্গা থানা পুলিশ যেকোনো মূল্যে শহর থেকে মাদকব্যবসা উচ্ছেদের অঙ্গীকার করেছে। মাদকের ব্যাপারে শৈথিল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। কিছুদিন ঘাপটি মেরে থেকে আবার মাদকব্যবসায় ফিরে আসার কোনো সুযোগ নেই।