আলমডাঙ্গা ব্যুরো: আবারও আলমডাঙ্গার কেশবপুর গ্রামের রাহাত আলীর বাড়ির গেট থেকে লাল টেপ মোড়ানো একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। গত বছর একই সময়ে ওই ব্যক্তির বাড়ির গেট থেকে অনুরূপ আরেকটি বোমা উদ্ধার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার কেশবপুর গ্রামের মৃত ওয়াজ্জেদ আলীর ছেলে রাহাত আলী গতকাল ৭ ডিসেম্বর সকালে বাড়ির গেট খোলেন। সে সময় তিনি গেটের সামনে লাল টেপ মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান। বিষয়টি গ্রামের ইউপি সদস্যকে জানালে তিনি ওসমানপুর ফাঁড়ি পুলিশকে অবহিত করেন। পরে ওসমানপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
গ্রামসূত্রে জানা গেছে, গত বছরও একই সময়ে অনুরূপভাবে ওই বাড়ির গেট থেকে বোমা উদ্ধার করেছিলো পুলিশ। পরপর ২ বছর কেন বা কারা রাহাত আলীর বাড়ির গেটে বোমা রেখে গেছে সে সম্পর্কে গ্রামবাসীর কেউ কিছু বলতে পারেনি।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ খাঁন বলেছেন, কাউকে ফাঁসানোর উদ্দেশে কি-না অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।