মেহেরপুর অফিস: বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেনের আয়োজনে পড়ালেখা ও গাণিতিক দক্ষতা বৃদ্ধিতে কমিউনিটি উদ্যোগ সমূহের অভিজ্ঞতা বিনিময় সম্মেলন গতকাল বুধবার স্থানীয় সাধুবার্ণ বার চার্চ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্যা চিলড্রেনের শিশুদের জন্য কর্মসূচির প্রকল্প পরিচালক হোসনেয়ারা খন্দকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমদ তিনি পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সুপারিয়েনটেন্ডেন্ট মাহফুজা খাতুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির শিশুদের জন্য কর্মসূচির প্রকল্প পরিচালক সুনীল কুমার রায় ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (অ্যাডুকেশন) মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার (শিক্ষা) খলিলুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেহেরপুরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সেভ দ্যা চিলড্রেন সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পড়া, লেখা ও গাণিতিক দক্ষতা বৃদ্ধির প্রয়াস হিসেবে প্রাথমিক শিক্ষা বিভাগের সম্পৃক্ততায় জেলার ৮১টি প্রাথমিক বিদ্যালয়ে লিটারেসি ও নিউমেরেসি বুস্ট কার্যক্রম বাস্তবায়ন করছে। লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন শিখন-শেখানো উপকরণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে। এসব উপকরণের মধ্যে রয়েছে যুক্তবর্ণের গাছ, বর্ণমালার গাছ, সংখ্যার মই, সংখ্যার রেলগাড়ি, বিঙ্গ গেইম, এসো শব্দের মাছ ধরি, বর্ণের লুডু, শব্দের দাবা, বর্ণ ও শব্দের ছাতা, শব্দের নাগোরদোলা, শব্দ ও সংখ্যার দাবা, বর্ণের চর্কা, বর্ণের ঘড়ি, বর্ণের নৌকা, সংখ্যা ও বর্ণের ঝাড়বাতি, সংখ্যার পাজেল, স্কুল-রিডং ক্লাব ও বাড়িতে শেখার কৌশল, বাক্যের চক্রচার্ট ইত্যাদি। এগুলোর প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা হয়েছে এবং প্রশিক্ষিত শিক্ষকগণ তা নিয়মিত শিখন-শেখানো কাজে ব্যবহার করছেন। এতে করে শিশুরা সহজেই বর্ণমালার সাথে যুক্ত হচ্ছে। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।