চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার: আগামী ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হবে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) তরিকুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (অতি.দা.) মসফিকুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ এম মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতাউর রহমান প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যদিয়ে দিবসের সূচনা হবে। পরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিষয় ভিত্তিক ডক্যুড্রামা প্রদর্শন করা হবে। বিকেলে অভিবাসী সন্তানদের নিয়ে প্রীতি ফুটবল বা অন্যান্য খেলাধূলার আয়োজন এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হতে পারে। দিবসের কর্মসূচি যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।