স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস তার নির্বাচনী গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। তিনি গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি বলেন, বিএনপি জামায়াত যখন দেশকে চরম অবনতির দিকে ধাবিত করছিলো তখন জনগণ আওয়ামী সরকারকে ক্ষমতায় এনেছিলো। সেই অবনতির অবস্থা থেকে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হতে চলেছে। একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে কৃষক তাদের ন্যায্য অধিকার ও মূল্য পায়। দুর্নীতিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে চলেছে। উন্নয়নের গণজোয়ার যদি বজায় রাখতে আবার আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিনুল ইসলাম, শ্রম ও জনশক্তি সম্পাদক শামসুল হক, নির্বাহী সদস্য আক্তার বিশ্বাস, আতিয়ার রহমান, বাজার কমিটির সভাপতি মিন্টু মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার, আব্দুল জলিল, সবুজ, পলক, সুইট, মানুয়ার, রিয়াদ টোকন, সাব্বির, গালিব, শাহিন বিশ্বাস, রিজিক, সানোয়ার প্রমুখ।