সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রসূ আলোচনা

দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

দর্শনা অফিস/কুড়ুলগাছি প্রতিনিধি: সীমান্তে বিজিবি-বিএসএফ’র সমন্বিত টহল জোরদার, কাঁটাতারের বেড়া কর্তন না করা, সীমান্তে মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনে দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরপুর সীমান্তের ৮৮নং মেন পিলারের ভারতের অভ্যন্তরে মালুয়াপাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ’র পক্ষ থেকে বিজিবি’র প্রতিনিধিদল ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানানো হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২ঘণ্টা অনুষ্ঠিত বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বর্ডারগার্ডের নবাগত পরিচালক লে. কর্নেল ইমাম হাসান। সাথে ছিলেন অতিরিক্ত পরিচালক মেজর লুৎফুল কবির, সহকারী পরিচালক শাহজাহান প্রমুখ। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মাহেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার শ্রী জেআর কুজুর প্রমুখ।