মেহেরপুর অফিস: কাঠ পোড়ানো এবং সনদপত্র ছাড়াই ইটভাটা চালানোর অপরাধে চঞ্চল মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল হকের নেতৃত্বে¡ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। দ-িত চঞ্চল মিয়া সদর উপজেলার বারাকপুর গ্রামের আমির হামজার ছেলে এবং আলিফ ব্রিকসের মালিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদফতরসহ প্রয়োজনীয় সনদপত্র (লাইসেন্স) ছাড়াই ইট পোড়ানো শুরু করেছে আলিফ ব্রিকস। এছাড়াও কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চঞ্চল মিয়াকে আটক করেন। ইট প্রস্তুত-পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ (১৪) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধ করে মুক্ত হন চঞ্চল।