জীবননগর ও দামুড়হুদায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে নজরুল মল্লিক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহনভাপতি নজরুল মল্লিক জীবননগর ও দামুড়হুদায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি বলেন, ক্ষমতা ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের একজন প্রার্থী হতে চাই। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি চুয়াডাঙ্গা-২ আসন দামুড়হুদা ও জীবননগরকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তুলবো। যাতে অবহেলিত এই এলাকার মানুষের বেকারতœ দূর হয়। তিনি আরও বলেন, দল ৯ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও দলীয় নেতাকর্মীরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সে কারণেই এলাকার অধিকাংশ ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা আমার সাথে রয়েছেন। আমিও তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এছাড়া এলাকার স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন মসজিদ-মাদরাসায় অনুদান অব্যাহত রেখেছি। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশা ব্যক্ত করে নজরুল মল্লিক বলেন, আমি নেতা হতে আসিনি। এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করতে এসেছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় কৃষি, স্বাস্থ্য শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে তিনি সকলকে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর শহরের নিজস্ব কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদর সাথে মতবিনিময় করেন নজরুল মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, জীবননগর মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজা, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান নেনু, আব্বাস উদ্দিন, শফিকুল ইসলাম, সাবেক বিজিবি সদস্য আব্বাস উদ্দিন, ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগ নেতা শামীম ফেরদৌস কাজি সামসুর রহমান চঞ্চল আকিমুল ইসলাম, মফিজুল ইসলাম, আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, আক্তার হোসেন, লিটন ও ডালিম প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ যুবলীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। যুবলীগ নেতা হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা আফজালুর রহমান বুলু, আব্দুল বারী, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. আবু তালেব, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জান মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মীর, উপজেলা যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, হযরত আলী, হাসান-আল বাখার ডলার, জমাত আলী, রফিকুল, হারুন, জাকির, মামুন, তুহিন, আলমগীর প্রমুখ।