দর্শনা অফিস: মাদকমুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে দামুড়হুদা থানা পুলিশের ১ মাসের ঝটিকা অভিযানে মামলা দায়ের করা হয়েছে ৩৫টি, মাদককারবারি ও মাদকাসক্ত গ্রেফতার সংখ্যা ১০২জন। এ ছাড়া রয়েছে ভ্রাম্যমাণ আদালতে কারাদ- ও জরিমানা। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুযায়ী গত ১ মাসে দামুড়হুদা থানায় ৪৩জন মাদককারবারির বিরুদ্ধে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত ৪৩জন আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে ৪২জনকে। ৩৪৭ বোতল ফেনসিডিল, ৫৩ কেজি ৩শ গ্রাম গাঁজা, ৪১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। দর্শনা পৌর এলাকা থেকে ৬০জন মাদকাসক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ আইনের ৩৪ (৬) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে ৩৪টি। ২০টি মামলায় ২৭জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে কারাদ- ও জরিমানা আদায় করা হয়েছে। এদের মধ্যে ১জনকে ৮ মাসের বিনাশ্রম কারাদ-, ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদ-, ৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-, ও ৬ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদ-ে দ-িত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ ছাড়া ৪ জনকে ১০ হাজার করে ৪০ হাজার টাকা, ৬ জনকে ৫ হাজার করে ৩০ হাজার টাকা, সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদ-ে দ-িত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়া বিভিন্ন মামলায় সর্বমোট ২৭৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৬৫ জন রয়েছে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫৪ জন জিআর, ৯৫ জন সিআর, ৪ জন সাজাপ্রাপ্ত ও পুলিশ আইনের ৩৪ (৬) ধারায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ৪৯টি, নিষ্পত্তি করা হয়েছে ৬১টি মামলা। দামুড়হুদা উপজেলা মাদক ও অপরাধ মুক্ত করণের ক্ষেত্রে পুলিশকে সহায়তার আহ্বান জানান থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন।