বাজার গোপালপুুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পে বিশুদ্ধ পানির প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বাজার গোপালপুুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে মেম্বার শহিদুল ইসলাম ও আশরাফুল আলম, এএসআই সুজাউদ দৌলা ও এএসআই তরুণ কুমার বিশ^াসসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, এ বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়নের পর ক্যাম্প পুলিশের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান হবে।