জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার নির্বাচন

শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ
আলমডাঙ্গা ব্যুরো: আর মাত্র ৩ দিন পর ৯ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার নির্বাচন। নির্বাচনকে ঘিরে আলমডাঙ্গায় চলছে ব্যাপক প্রচার প্রচারণা ও ভোটারদের নিকট গণসংযোগ।
জানা গেছে, আগামী ৯ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার নির্বাচন। মোট ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন। গত ২১ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা, ২৫, ২৬ ও ২৭ নভেম্বর মনোনয়নপত্র ক্রয়, ২৮ নভেম্বর মনোনয়নপত্র বাচাই, জমা ও প্রতীক বরাদ্দ দেয়া হয়। সভাপতির একটি পদে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। এরা হলেন, ছাতা প্রতীক নিয়ে সাবেক সভাপতি রিয়াজ উদ্দীন ও বাইসাইকেল নিয়ে সাবেক সভাপতি আয়নাল হক। সহ-সভাপতির ২টি পদে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। এরা হলেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল কুদ্দুস, খেজুরগাছ প্রতীক নিয়ে আমিরুল ইসলাম, চেয়ার প্রতীক নিয়ে এমদাদুল হক দোলন ও হরিণ প্রতীক নিয়ে শহিদুল ইসলাম। সাধারণ সম্পাদকের ১টি পদের বিপরীতে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। এরা হলেন, কুঁড়েঘর প্রতীক নিয়ে রফিকুল ইসলাম লিটন, দোয়াত-কলম প্রতীক নিয়ে আলাউদ্দীন, আনারস প্রতীক নিয়ে আনিচুর রহমান ও মাছ প্রতীক নিয়ে আবুল হোসেন ড্রাইভার। যুগ্ম সাধারণ সম্পাদকের ১টি পদে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। এরা হলেন, মশাল প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম ও হাতি প্রতীক নিয়ে বিল্লাল হোসেন। সহ-সম্পাদকের ১টি পদে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। এরা হলেন, উড়োজাহাজ প্রতীকে কাউসার আলী ও টায়ার প্রতীক নিয়ে সাইদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদকের ১টি পদে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন। এরা হলেন, বালতি প্রতীক নিয়ে আব্দুল হান্নান, গোলাপফুল প্রতীক নিয়ে মোজাফফর হোসেন ও রিক্সা প্রতীক নিয়ে আনিচুর রহমান মালিথা। কোষাধ্যক্ষ একটি পদের বিপরীতে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। এরা হলেন, শাহাবুল হক ও জেনারুল ইসলাম। প্রচার সম্পাদকের ১টি পদের বিপরীতে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। এরা হলেন, ঘোড়া প্রতীক নিয়ে রাসেল ড্রাইভার ও মই প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক আদর।
এছাড়া ৪জন কার্যকরী সদস্যের বিপরীতে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন। এরা হলেন, চাকা প্রতীকে কিফাত উল্লাহ, মোরগ প্রতীকে রবিউল ইসলাম, হাঁস প্রতীকে আব্দুস সালাম, ফুটবল প্রতীকে আনোয়ার হোসেন ও হাতপাখা প্রতীক নিয়ে শরিফুল ইসলাম।
নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকী। প্রার্থীরা এখন প্রচারণায় ব্যস্ত। নির্বাচনকে ঘিরে আলমডাঙ্গায় চলছে ব্যাপক প্রচারণা। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে রঙ বেরঙের পোস্টার ও বিলবোর্ড শোভা পাচ্ছে।