জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় পৃথক দুটি স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনাকালে প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও অপর দু’জনকে ১০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মোবাইলকোর্ট পরিচালনাকালে বিচারক ইউএনও সেলিম রেজা ৪ মাদকসেবীকে জেল ও জরিমানা প্রদান করেন।
মোবাইলকোর্ট সূত্রে জানা যায়, উপজেলার আলীপুর গ্রামের আব্দুল জব্বার (৫০) ও ঘোষনগর গ্রামের লিটন হোসেনকে (২৫) প্রকাশ্যে মাদকসেবন করার দায়ে মোবাইলকোর্টে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন। অপরদিকে মনোহরপুর গ্রামের শহিদুল ইসলামর (৫০) ও খয়েরহুদা গ্রামের ফয়জুল ইসলামকে (৫০) মাদকসেবনের অপরাধে ৫ হাজার টাকা করে এ দুজনকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।